We have compiled the most frequently unusual dreams we see in our sleep. In Bengal, dreams have a deeper meaning. In the Indin subcontinent, people believe that dreams reveal unconscious desires and wishes. Today, in this article we will analyze dream symbols and describing meaning in Bengal.
Let’s take a closer look at some of the most common dreams and what some of the most popular dream interpretation books have to say about them. Dreams about falling are very common.
- kon shopno dekh le ki hoy
- shopne agun dekhle ki hoy
- shopner tabir bangla book pdf
- gold sopne dekhle ki hoy
- sopne ki dakle ki hoy
- shopner bekkha bangla
- biyer sopno dekhle ki hoy
- shopne ukun dekhle ki hoy
- shopne biral dekhle ki hoy
- sopne dat porle ki hoy
- kon shopne ki hoy
- sopne agun dekhle ki hoy
- sopne mach dekhle ki hoy
- kukur sopne dekhle ki hoy
- shopne biye dekhle ki hoy
- sopne mora manush dekhle ki hoy
shopne ki dekhle ki hoy bangla
উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্ন
উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্নটা অতি সাধারণ স্বপ্নের প্রথমেই আছে। কুসংস্কার প্রচলিত আছে যে আপনি যদি স্বপ্নে দেখেন আপনি উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন তবে আপনি খুব তাড়াতাড়ি মারা যেতে পারেন বা আপনার জীবনে খুব বড় বিপদ আসতে চলেছে। কুসংস্কারে কান দেয়ার দরকার নেই। স্বপ্ন বিশেষজ্ঞদের মতে উঁচু জায়াগ থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখা মানে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনে কিছু একটা ঠিক চলছেনা। আপনার জীবনের কোন এক সিদ্ধান্ত নিয়ে আপনার আরেকবার ভাবা উচিত এমনটাই ইঙ্গিত দেয় এমন স্বপ্ন।
“পড়ে যাওয়ার স্বপ্ন বেশ স্বাভাবিক। এটি আপনার ব্যক্তিজীবনের ভয় এবং ব্যর্থতা প্রকাশ করে। কিংবা আপনার প্রেম বা দাম্পত্য জীবন ঠিক চলছে না বুঝায়”- বলেছেন ইলুস্ট্রাটেড ড্রীম ডিকশনারির লেখক রাসেল গ্র্যান্ট।
জনসম্মুখে উলঙ্গ হওয়া
ড্রীম ডিকশনারি ফর ডামিসের লেখক পেনি পার্স বলেন, “ উলঙ্গ হবার স্বপ্ন এই সংকেত দেয় যে আপনার জীবনে কোন অসম্পূর্ণতা রয়েছে এবং আপনি ভীত যে সেই অসম্পূর্ণতা মানুষের সামনে প্রকাশ পেয়ে যেতে পারে”
মানুষের দেখা সাধারণ স্বপ্নগুলোর মাঝে সবচেয়ে বিব্রতকর স্বপ্ন হচ্ছে এটি। যে স্বপ্নে মানুষ দেখে, স্কুল কিংবা অফিসে সবার সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। জনসম্মুখে উলঙ্গ হওয়া
ভয়ানক তাড়া খাওয়ার স্বপ্ন
যদি আপনি স্বপ্নে দেখেন কোন প্রানী বা অচেনা কোন মানুষ আপনাকে তাড়া করছে তবে সেটা আপনার ভয় বা ছোটবেলার কোন স্মৃতিকে স্মরণ করা। আর যদি স্বপ্নে দেখেন বিপরীত লিঙ্গের কেউ তাড়া করছে তবে এটি ইঙ্গিত দেয় আপনি আপনার বর্তমান ভালোবাসার সম্পর্ক নিয়ে সন্দীহান বা অতীত ভালোবাসার সম্পর্ক নিয়ে ভীত” ড্রীম ডিকশনারির লেখক টনি ক্রিস্প এর মতে, “কোন কিছুর তাড়া খাওয়ার স্বপ্ন দেখা মানে হচ্ছে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে পারেননি এবং আপনার মনে সন্দেহ ও ভয় রয়েছে যে আপনি সেখানে পৌছতে পারবেন না।” মাঝে মাঝেই অনেকে স্বপ্ন দেখেন কোন কুকুর বা মানুষ তাকে তাড়া করছে এবং তিনি বাঁচার জন্য প্রাণপণ ছুটছেন। এই ধরনের স্বপ্নগুলো এতটাই বাস্তবধর্মী হয় যে স্বপ্ন দেখতে দেখতেই মানুষ হাঁপিয়ে উঠে, ঘেমে যায় বা চিৎকার করে কাঁদতে শুরু করে।
দাঁত পড়ে যাবার স্বপ্ন
মানুষের দেখা সাধারণ স্বপ্নগুলোর মাঝে দাঁত পড়ে যাবার স্বপ্ন একটি। ড্রীম ডিকশনারি ফর ডামিসের লেখক পেনি পার্স ব্যাখ্যা করেন, “দাঁত পড়ার স্বপ্ন দেখা মানে হল আপনি আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট নন। এটি ইঙ্গিত দেয় আপনি আপনার ক্ষমতা সম্পর্কে উদগ্রীব হয়ে আছেন।” এই স্বপ্ন ভবিষ্যৎ ইঙ্গিত দেয় যে আপনি আপনার নিজস্ব ক্ষমতা হারাতে পারেন বা নিজের সম্মান হারাতে পারেন। ৫ স্টার দিন অন্যান্য অ্যাপ দাঁত পড়ে যাওয়া Back Exit
পরীক্ষায় অংশগ্রহনের স্বপ্ন
ক্রেগ হ্যামিলটন-পার্কার, হিডেন মিনিং অফ ড্রীমস এর লেখক বলেন, “পরীক্ষায় অংশগ্রহনের স্বপ্ন, আপনার ব্যর্থতা এবং অন্তর্নিহিত ভয়ের প্রকাশ করে। পরীক্ষায় না পারা, সময়মত লিখতে না পারা বা ফেইল করার স্বপ্ন বোঝায় আপনি বাস্তব জীবনে চ্যালেঞ্জ নিয়ে ভয়ে আছেন।” এই স্বপ্ন নিশ্চয়ই আপনি জীবনে বেশ কয়েকবার দেখেছেন। হয়তো দেখেছেন, পরীক্ষার প্রশ্ন কিছুই আপনার জানা নয়, কিংবা সময় শেষ হয়ে যাবার পর ও লেখা শেষ করতে পারছেন অথবা স্বপ্ন দেখলেন সময় মত পরীক্ষার কেন্দ্রেই পৌঁছাতে পারলেন না।
উড়ার স্বপ্ন দেখা
যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি পাখির মত উড়ছেন কেমন লাগবে? এর অর্থ ই বা কী? ড্রীম ডিকশনারির লেখক টনি ক্রিস্প ব্যাখ্যা করেন, “উড়তে পারার স্বপ্ন সাধারনত দুই ধরনের অর্থ বহন করে। প্রথমত, এটি আপনার স্বাধীনতার ভাব প্রকাশ করে, অপরদিকে এটি বুঝায় আপনি বাস্তব জীবনের চাপে হাঁপিয়ে উঠেছেন।”
স্বপ্নে মাছ দেখা
স্বপ্নে মাছ দেখাটা সৌভাগ্যের লক্ষণ। বিশেষ করে যদি স্বপ্নে যদি দেখেন মাছ ধরছেন, তাহলে অর্থ প্রাপ্তি হবে। আর যদি মাছ ফসকে যায় তাহলে টাকা আসবে, তবে তা খরচও হয়ে যাবে। স্বপ্নে নিজের গরু দেখা মানে হল ধনসম্পত্তি প্রাপ্তি হবে। আর যদি মরা গরু দেখেন তাহলে সম্পদ হাতছাড়া হবে।
মাছ: গরু: গায়ে আগুন লাগা দেখলে পেটের সমস্যা হয়। সেটা গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে। এর আরেকটি অর্থ হলো বিপদগ্রস্ত হওয়া। ৫ স্টার দিন অন্যান্য অ্যাপ আগুন লাগা Back Exit
স্বপ্নে অস্ত্র দ্বারা মাথা মুন্ডন করিতে দেখিলে – আয়ু কমিবে ।
স্বপ্নে অল্প মাল দেখিলে – স্বচ্ছল হালে জীবনযাপন করিবে ।
অজু করিতে দেখিলে – অপরের নিকট গচ্ছিত মাল আদায় হইবে।
স্বপ্নে অগ্নি জ্বালাইতে দেখিলে – ব্যবসা বাণিজ্যে লাভ হইবে।
স্বপ্নে অলঙ্কার দেখিলে – মালিকের আদর ও স্নেহ পাইবে।
অজিফা পড়িতে দেখিলে – ব্যাধি হইতে মুক্তি পাইবে।
স্বপ্নে অগ্নি লাগিতে দেখিলে – ব্যবসায় লোকসান হইবে।
স্বপ্নে অজগর সাপ মারিতে দেখিলে – শত্রু দমন হইবে।
অট্টালিকে দেখিলে – মান সম্মান লাভ হইবে।
স্বপ্নে অজগর সাপ দেখিলে – বিপদে পতিত হইবে
sopne ki dakle ki hoy
স্বপ্নে অধিক মাছ দেখিলে – টাকা পয়সা পাইবে।
অধিক কাঁদিতে দেখিলে – সুখে থাকিবে।
স্বপ্নে অপরকে মারিতে দেখিলে – নেতা হইবে।
স্বপ্নে অস্ত্র দেখিলে – সুখ্যাতি হইবে।
অগ্নি উত্তোলন (নিজেকে) দেখিলে – দেশের মাতব্বর হওয়ার নমুনা ।
স্বপ্নে পরিধানের কাপড়ে লাগা দেখিলে – আর্থিক ক্ষতি ও দুর্যোগের লক্ষণ
স্বপ্নে অগ্নি ঘর-বাড়িতে লাগা দেখিলে – বালা মুছিবত ও অর্থ নষ্ট ।
অপরিচিত পুরুষ দেখিলে – সৌভাগ্য লাভ ও অন্যের সাহায্য প্রাপ্তির লক্ষণ।
স্বপ্নে অগ্নি দ্বারা রান্না করিতে দেখিলে – অর্থ নষ্ট ও দুঃখ দুর্দশার লক্ষণ।
স্বপ্নে অন্ধলোক দেখিলে – ভাবনা-চিন্তায় পড়িবে এবং ঈমান নষ্টের লক্ষণ।
হাতে উঠান দেখিলে – ত্যাজ্য সম্পত্তি লাভ, ব্যবসায়ের উন্নতির লক্ষণ।
অগ্নি লম্বা দেখিলে – ব্যবসায় প্রচুর লাভ হওয়ার আলামত।
স্বপ্নে অগ্নিশিখা দেখিলে – অর্থ নষ্ট ও দুঃখ দুর্দশার লক্ষণ।
স্বপ্নে অগ্নির ফুলকী দেখিলে – মালের ক্ষতির লক্ষণ।
shopne agun dekhle ki hoy
অগ্নি দেখা – ধনবতী রমণীকে বিবাহ করিবে।
স্বপ্নে অলী লোক দেখিলে – সম্মান লাভের লক্ষণ।
স্বপ্নে অন্ধকার দেখিলে – বিপদের লক্ষণ।
অপরিচিত লোক ঘরে ঢুকতে দেখিলে – সংসারে বরকত হইবে।
স্বপ্নে আয়্নায় নিজের চেহারা দেখিলে – পুত্র সন্তান ভুমিষ্ঠ হইবে৷
স্বপ্নে আজান দিতে দেখিলে (নিজেকে) – উন্নতি লাভের নিদর্শন৷
আত্মহত্যা করিতে দেখিলে – সৎ কর্মে মনোযোগী হইবে৷
স্বপ্নে আতর বিক্রেতা নিজকে দেখিলে – মানসম্মান বাড়িবে৷
স্বপ্নে আলু গাছ দেখিলে – দুঃখ-কষ্ট ও অশান্তি হইবে৷
আনারস গাছ দেখিলে – দ্বিতীয় বিবাহ হইবে৷
স্বপ্নে আতরদানি দেখিলে – দেলের আশা পূর্ণ হইবে৷
স্বপ্নে আংটি দেখিলে – সুসন্তান লাভ হইবে৷
আয়না দেখিলে – মর্যাদা বৃদ্ধি পাইবে৷
স্বপ্নে আটা দেখিলে – অক্ষম ও তুচ্ছ হইবে৷
স্বপ্নে আংটি ভাঙ্গা দেখিলে – দুর্ণাম রটিবে৷
আম দেখিলে – পুত্র সন্তান হইবে৷
স্বপ্নে আঙ্গুর দেখিলে – চিন্তা দূর হইবে৷
স্বপ্নে আলু দেখিলে – দুর্ণামে পড়িবে৷
আজান শুইয়া দিতে দেখিলে – স্ত্রীর প্রতি ভালবাসা অত্যন্ত বৃদ্ধির নমুনা৷
স্বপ্নে আজান জেলখানায় দিতে দেখিলে – বিপদ আসবে, খালাস পাইবার নমুনা৷
স্বপ্নে আজান হাসতে হাসতে দেয়া দেখিলে – বহু কষ্ট পাবে ও মৃত্যু আসন্ন৷
আজান ঘরে দিতে দেখিলে – ক্রমান্বয়ে গরীব হবার লক্ষণ৷
স্বপ্নে আজান মসজিদে দিতে দেখিলে – সম্মান বৃদ্ধি ও বুযুর্গী লাভের আলামত৷
স্বপ্নে আজান স্ত্রীর সঙ্গে দেওয়া দেখিলে – রোগাক্রান্ত হওয়ার আলামত৷
আউলিয়া দরবেশ দেখিলে – ধন সম্পদ বৃদ্ধি হইবে৷
স্বপ্নে আজান অশুদ্ধ দেয়া দেখিলে – অত্যাচারী হবে৷
স্বপ্নে আজান শুনা দেখিলে – বিপদে পড়ার লক্ষণ৷
আল্লাহর নূর দেখিলে – সব রকম মঙ্গল হইবে৷
স্বপ্নে আকাশে মেঘ দেখিলে – রুজি বৃদ্ধি হইবে৷
স্বপ্নে আল্লাহ্ খুশী দেখিলে – গুণাহ্ মাফ হইবে৷
আলেম লোক দেখিলে – সৎপথে চলিবে৷
স্বপ্নে আজান দিতে দেখিলে – উন্নতি হইবে৷
স্বপ্নে আকাশে উড়িতে দেখিলে – বিদেশ ভ্রমণ হইবে৷