English Alphabet pronunciation in Bengali

Learning the English Alphabet pronunciation in Bengali is fun. Firstly you need to learn Bengali alphabet properly, to write the English alphabet In Bangla. Generally, leanring english alphabet for kids is not so easy because is an foreign language. English as a second language in out country. So, it is an important part of our education system. If you want to get a good job you need to learn English very well. Overall, If you want to learn English pronunciation in bengali it requires practice and practice.

English Alphabet pronunciation in Bengali

Alphabet বলতে ইংরেজীর ২৬ টি বর্ণমালাকে বুঝায়। Pronunciation of Alphabet ( প্রোনানসিয়েশন অফ্ অ্যালফাবেট) বর্ণের উচ্চারণ:
(1) A (এ) = যদিও অ (এ) উচ্চারণ করা হয় তবে ‘A book’ ‘a cat’ এ ধরনের Word I Sentence এর সময় এর উচ্চারণ হয় ‘আ’ যা গলার ভিতর থেকে আসে এবং উচ্চারণের সময় মখু গহ্বর ফাঁক হবে।
(2) B (বি) = বি উচ্চারণ একটু জোরে হবে এবং জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে।
(3) C (সি) = সি উচ্চারণের সময় প্রায় দাঁত বন্ধ থাকবে এবং জিহ্বার শেষ প্রান্ত— থেকে উচ্চারিত হবে।
(4) D (ডি) = এটা Hard Sound বেশ জোরে উচ্চারিত হবে।
(5) E (ই) = গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
(6) F (এফ) = জিহ্বার আগা থেকে উচ্চারিত হবে।
(7) G (জি) = দাঁত বন্ধ থাকবে কিন্তু গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে।
(8) H (এইচ) = এটা Hard Sound জোরে উচ্চারিত হবে। জিহ্বার আগা সামান্য উল্টিয়ে যাবে।

English Alphabet pronunciation in Bengali

(8) H (এইচ) = এটা Hard Sound জোরে উচ্চারিত হবে। জিহ্বার আগা সামান্য উল্টিয়ে যাবে।
(9) I (আই) = গলার ভিতর থেকে আসবে।
(10) J (জে) = জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হবে।
(11) K (কে) = ‘কে’ এবং ‘খে’ এর মাঝামাঝি যে উচ্চারণ সেভাবে উচ্চারিত হবে। এটাও Hard Sound
(12) L (এল) = জিহ্বা উপরের তালুতে ঠেকবে।
(13) M (এম) = গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
(14) N (এন) = জিহ্বা উল্টিয়ে গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
(15) O (ও) = ঠোঁট থেকে উচ্চারিত হবে।
(16) P (পি) = ঠোঁট থেকে উচ্চারিত হবে।
(17) Q (কিউ) = জিহ্বা উল্টিয়ে গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
(18) R (আর) = জিহ্বা উল্টিয়ে একেবারে উপরের তালুর সাথে ঠেকবে।
(19) S (এস) = গলার ভিতর থেকে উচ্চারিত হবে।
(20) T (টি) = ‘টি’ ও ‘ঠি’ এর মধ্যের মাঝামাঝি উচ্চারণ।
(21) U (ইউ) = জিহ্বা উল্টিয়ে উচ্চারিত হবে।

(22) V (ভি) = ‘ভি’ ও ‘বি’ এর মাঝামাঝি উচ্চারণ।
(23) W (ডব্লিউ) = ডবল ইউ উচ্চারিত হবে। জিহ্বা উল্টিয়ে উচ্চারিত হবে।
(24) X (এক্স) = জিহ্বার মাঝ থেকে উচ্চারিত হবে।
(25) Y (ওয়াই) = মুখ ভরে উচ্চারণ করতে হবে।
(26) Z (জেড) = এটাও Hard Sound বেশ জোরে উচ্চারিত হবে।

About MICHAEL NOBLE

Creative Content Writer I am an experienced professional copywriter and author with years of experience in digital content curation, social media strategy implementation. My passion is to share stroies through the written word.

Check Also

Shopne ki dekhle ki hoy Bangla

Shopne ki dekhle ki hoy Bangla ১০০টি স্বপ্নের সঠিক ব্যাখ্যা জেনে নিন

We have compiled the most frequently unusual dreams we see in our sleep. In Bengal, …