The end of the day is a time for reflection. It’s a time to think about what we have done, are doing, and where we want to go from today. That’s why it is important that you share an uplifting message with your friends before they head off into their night. Here is some good night status Bangla quotes you can use as inspiration:
“Goodnight my angel” “I’ll see you tomorrow” “Sleep tight, my love”.
This blog post is about “Facebook status Bangla.” I will be giving you some good night statuses in Bangla. This article is for those of you who are not able to understand the language but want a good night’s status in Bengali.
Good Night Status Bangla
These are some great examples that will make sure you have a nice sleep and wake up feeling refreshed every day!
সবার চোখে ঘুম এখন নীরব রাত।
আমার চোখে ঘুম নেই কেন বলতে পারো?
কোনো সুখের আশায় আমার এই রাত জাগা,
কেন মন আজ দিশেহারা।
~গুড নাইট~
চাঁদের আলো ঝিমিয়ে গেছে, ঝিঝিপোকাও চুপ।
আমি তোমায় এখনো বন্ধু মিস করছি খুব।
রাতের আঁধার ঘন কালো, এবার যান ঘুমোতে চলো।
রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা।
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালবাসা।
রাত মানে চোখটি বুজে স্মৃতির মোড়ক খোলা।
রাত মানে তোমাদের আমার শুভ রাত্রি বলা।
যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে,
কালো হয়ে যায় তুমি রঙিন থাকবে,
কারণ চোখ বন্ধ করলে তোমায়
রাজকন্যার মতো দেখায়।
~শুভরাত্রী~
রাত শুধু আঁধার নয়, একটুখানি আলো,
রাত শুধু খারাপ নয়, স্বপ্নগুলো ভালো,
তাই ঘুমিয়ে পর, ভালো থেকো।
~শুভরাত্রি~
হালকা মেঘের পাখনা,
ভুলিয়ে দিয়ে ভাবনা,
একটি দুষ্ট চাঁদ জানায় তোমায়,
হচ্ছে গভীর রাত,
ওহে স্বপ্নের যাত্রী
জানায় তোমায় আমি মিষ্টি
শুভ রাত্রি।
রাতের তারা তাকিয়ে দেখো একা একা ভাসে,
সত্যিকারের বন্ধু পেলে মনে খুশি আসে,
রাত জাগা এক পাখি জানি আমার পথের যাত্রী।
সময় হলো তাইতো এবার জানায় শুভরাত্রী।
হয়তো বা স্বপ্ন গুলো হারিয়ে যায় কখনো,
স্মৃতিগুলো মুছে যায়নি কখনো।
আমার এই সময় পেতে তাকে,
নিঃশব্দ এই রাত্রীতে।
~শুভরাত্রী~
কাজে কাজে দিন শেষ ডুবলো আলো আধার হলো,
ফুলগুলো সুবাশ হারালো,
চাদ মামা আলো দিলো তুমি
এখন ঘুমিয়ে পর `শুভরাত্রি`
দিন গেলো ফুরিয়ে, রাত আসছে দাঁড়িয়ে,
পড়াশুনা ছেড়ে চলো ঘুমিয়ে পড়ি এখন,
স্বপ্ন যেন দেখতে পারি মনের মতন।
~গুড নাইট~
নীরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি,
মনে রেখো আমার এই বন্ধুর চিঠি,
বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিলো পারি,
এবার তবে ঘুমিয়ে পর না ঘুমালে পরী।
শুভরাত্রি।
রাত বলছে সে আমাকে ভীষণ ভালোবাসে,
তুমি স্বপ্ন দেখবে বলে দিনের শেষে এসে,
ঘুম পারবে বলে তোমায় মাথায় বুলিয়ে হাত,
এবার তবে ঘুমিয়ে পর জানায় শুভ রাত।
দিনের শেষে রাত্রি হলো
এবার বন্ধু ঘুমিয়ে পর,
ঘুমের দেশের পরশ মনি,
কাকে এখন ঘুম পারবি,
আমার বন্ধু একা আছে,
ঘুম আসছে না তোর চোখে,
তাকে গিয়ে ঘুম পারাবি
নইলে তোর সঙ্গে আড়ি।
Bangla status for a girlfriend is a collection of good night status messages in Bangla. This blog post contains the best one’s that we could find. You can copy and paste these into your Facebook or Whatsapp statuses to wish people goodnight. We hope you enjoy reading!