মাইক্রোসফট অফিস ওয়ার্ড শর্টকাট কি তালিকা

Are you looking for ms word shortcut keys pdf Bangla? I have gathered here all Bangla shortcut keys of computer uses in Microsoft world for Bank exam. Especially, using shortcut keys is a quick way to speed up your writing skills in MS word. Those who want to be a computer operator, BCS exam and looking for the right way to learn ms word within a short time learn by heart the following key list. Here we are providing Microsoft word shortcut keys and their functions in pdf so that you can download it for the future.

How do I find shortcut keys in Word?

If you do not know about computer shortcut keys this is for you. From the below post you will find ms word 2017, 2017, and Windows 10 shortcut keys of ms word.

Microsoft Word Basic Keyboard Shortcut Keys

shortcut keys in ms word

short key of computer

➢ Create, save, view and print documents

➢ Ctrl+N- নতুন ডকুমেন্ট শুরু করা।
➢ Ctrl+O- ওপেন ডায়ালগ বক্স প্রদর্শন করা।
➢ Ctrl+W- অ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ করা।
➢ Ctrl+S- ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ করা।
➢ Ctrl+P- প্রিন্ট ডায়ালগ বক্স প্রদর্শন বা প্রিন্ট করার জন্য
➢ Alt+Ctrl+I- প্রিন্ট কত পেইজ থেকে কত পেইজ হবে বা প্রিন্ট প্রিভিউ প্রদর্শন করার জন্য
➢ Alt+Ctrl+P- প্রিন্ট লেআউট প্রদর্শন করার জন্য।
➢ Alt+Ctrl+O- আউটলাইন ভিউ প্রদর্শন করার জন্য।
➢ Alt+Ctrl+N- ড্রাফট ভিউ প্রদর্শন করার জন্য।

➢ Find, Replace and Browse through text

➢ Ctrl+F – কোন ওয়ার্ড সার্চ করার জন্য।
➢ Alt+Ctrl+Y – আরেকটা ওয়ার্ড সার্চ করার জন্য(একটা সার্চ রিপ্লেস করার পর)
➢ Ctrl +H – রিপ্লেস ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য।
➢ Ctrl+G – গো টু ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য।
➢ Alt+Ctrl+ Z – আপনি শেষ চারটি জায়গায় সংশোধন করেছেন তা প্রদর্শন করবে।
➢ Ctrl+PageUp – পূর্বের সংশোধনের স্থানে যাওয়ার জন্য।
➢ Ctrl+PageDown – পরের সংশোধনের স্থানে যাওয়ার জন্য।

 

➢ Edit and Move Text and Graphics

➢ Backspace – বামদিক থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।
➢ Ctrl + Backspace – বামদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
➢ Delete – ডানদিন থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।
➢ Ctrl + Delete – ডানদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।
➢ Ctrl+ Z – শেষ কাজটি বাতিল করার জন্য।
➢ Ctrl + C – নির্বাচিত টেক্সট কপি করার জন্য।
➢ Ctrl + X – নির্বাচিত টেক্সট কাট করার জন্য।
➢ Ctrl+V – কপি/কাট করা টেক্সট পেস্ট করার জন্য।
➢ Alt+Shift +R – হেডার অথবা ফুটারের পূর্বের অংশ কপি করার জন্য।
➢ Ctrl +Alt +V – পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স প্রদর্শনের জন্য।
➢ Ctrl + Shift + V – শুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য।

➢ Insert Special Characters

➢ Ctrl+F9 – খালি ফিল্ড ইনসার্ট করার জন্য।
➢ Shift +Enter – একটি প্যারাগ্রাফে একটি নতুন লাইন শুরু করার জন্য্।
➢ Ctrl + Enter – পেজ ব্রেক ইনসার্ট করার জন্য।
➢ Ctrl + shift+ Enter- কলাম ব্রেক ইনসার্ট করার জন্য।
➢ Alt+Ctrl+Minus Sign – একটি em ড্যাশ ইনসার্ট করার জন্য।
➢ Ctrl+Minus Sign – একটি en ড্যাশ ইনসার্ট করার জন্য।
➢ Ctrl + Hyphen – একটি অপশনাল হাইপেন ইনসার্ট করার জন্য।
➢ Ctrl + Shift + Hyphen – নন ব্রেকিং হাইপেন ইনসার্ট করার জন্য।
➢ Ctrl + Shift + Spacebar – নন ব্রেকিং স্পেস ইনসার্ট করার জন্য।
➢ Alt + Ctrl + C – কপিরাইট প্রতীক ইনসার্ট করার জন্য।
➢ Alt+Ctrl+R – রেজিষ্টার্ড ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।
➢ Alt+Ctrl+T – ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।
➢ Alt+Ctrl+Full Stop – উপবৃত্ত ইনসার্ট করার জন্য।

➢ Select Text and Graphics

➢ Shift + Right Arrow – ডানদিক থেকে একটি লেটার নির্বাচিত করার জন্য।
➢ Shift +Left Arrow – বামদিক থেকে একটি লেটার নির্বাচিত করার জন্য।
➢ Ctrl+Shift+RightArrow- শব্দের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য।
➢ Ctrl+Shift+Left Arrow- শব্দের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য।
➢ Shift+End – লাইনের শেষে সিলেক্ট করার জন্য।
➢ Shift + Home – লাইনের শুরুতে সিলেক্ট করার জন্য।
➢ Shift + Down Arrow – নিচের একটি লাইন ও সিলেক্ট করার জন্য।
➢ Shift +Up Arrow – উপরের একটি লাইন ও সিলেক্ট করার জন্য।
➢ Ctrl+Shift+Down Arrow – প্যারেগ্রাফের শেষ পর্যন্ত সিলেক্ট করার জন্য।
➢ Ctrl+Shift+Up Arrow – প্যারাগ্রাফের শুরু পর্যন্ত সিলেক্ট করার জন্য।
➢ Shift+Page Down – স্ক্রীনের নিচে পরবর্তী স্ক্রীনে সিলেক্ট করার জন্য।
➢ Shift+Page Up – স্ক্রীনের উপরে পূর্ববর্তী স্ক্রীনে সিলেক্ট করার জন্য।
➢ Ctrl+Shift+Home – কোন ডকুমেন্টের একদম শুরুতে যাওয়ার জন্য।
➢ Ctrl+Shift+End – কোন ডকুমেন্টের একদম শেষে যাওয়ার জন্য।
➢ Ctrl + A – সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করার জন্য।

➢ Select Text in a Table

➢ Tab – টেবলের পরবর্তী সেল সিলেক্ট করার জন্য।
➢ Shift +Tab – টেবলের পূর্ববর্তী সেল সিলেক্ট করার জন্য।
➢ Shift+Alt+Page Down -উপরের সেল থেকে পুরো কলাম সিলেক্ট করার জন্য।
➢ Shift+Alt+Page Up – নিচের সেল থেকে পুরো কলাম ‍সিলেক্ট করার জন্য।
➢ Alt+5 on the numeric Keypad(with Num Lock off) -পুরো টেবল সিলেক্ট করার জন্য।

➢ Apply Paragraph Formatting

➢ Ctrl+1- সিঙ্গেল লাইন স্পেসিং সেট করার জন্য।
➢ Ctrl + 2- ডাবল লাইন স্পেসিং সেট করার জন্য।
➢ Ctrl+5 – দেড় লাইন স্পেসিং সেট করার জন্য।
➢ Ctrl+0 – এক লাইন স্পেস দেওয়ার জন্য ২টি প্যারাগ্রাফের মধ্যে।
➢ Ctrl +E- একটি প্যারাগ্রাফকে মাঝখানে সেট করে।
➢ Ctrl+J- একটি প্যারাগ্রাফকে জাস্টিফাইড অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
➢ Ctrl+R- একটি প্যারাগ্রাফকে রাইট অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
➢ Ctrl+L- একটি প্যারাগ্রাফকে লেফট অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য।
➢ Ctrl+M- বাম দিক থেকে ইনডেন্ট দেওয়ার জন্য
➢ Ctrl+Shift+M- বামদিক থেকে প্যারাগ্রাফ ইনডেন্ট বাদ দেয়ার জন্য।
➢ Ctrl+T- হ্যাংগিং ইনডেন্ট দেওয়ার জন্য।
➢ Ctrl+Shift+T- হ্যাংগিং ইনডেন্ট কমানোর জন্য।
➢ Ctrl+Q- প্যারাগ্রাফ ফরম্যাটিং দূর করার জন্য।

➢ Perform a Mail Merge

মাইক্রোসফট অফিস শর্টকাট
মাইক্রোসফট অফিস শর্টকাট

 

Ctrl + Z Undo
Ctrl + Y Redo / Do again

Ctrl + A Select All
Ctrl + X Cut
Ctrl + C Copy
Ctrl + V Paste

Ctrl + B Bold
Ctrl + I Italics
Ctrl + U Underline
Ctrl + L Align Left
Ctrl + E Align center
Ctrl + R Align right
Ctrl + J Justify

Ctrl + 1 Single space
Ctrl + 2 Double space
Ctrl + 5 Space and a half
Ctrl + S Save
F12 Open “Save as”
dialog box
Ctrl + P Print
Ctrl + F2 Print preview
Ctrl + N New document
Ctrl + O Open file
Ctrl + W Close file
Ctrl + F Find
Ctrl + H Find and replace

Ctrl + [ Decrease font size (1 step)
Ctrl + ] Increase font size (1 step)
Ctrl + D Font dialogue box

Ctrl + K Insert hyperlink
Ctrl + M Indent paragraph

Ctrl + Shift + 8 Show / Hide invisible characters
Ctrl + Enter Insert page break

Shift + F3 Toggle capitalization (initial / all / none)
Shift + F7 Open thesaurus
F7 Spell check

For more update please visit our website daily.

About MICHAEL NOBLE

Creative Content Writer I am an experienced professional copywriter and author with years of experience in digital content curation, social media strategy implementation. My passion is to share stroies through the written word.

Check Also

30 percent of 30000

What is 30 percent of 30000? How to calculate

Are you searching for the formula of 30 percent of 30000? Here we will going …