Are you searching for isme azam dua bangla? Today, we will going to share here isme azam dua for you. isme azam means “the greatest name” of Allah. However, according to some traditions, there is a secret, most powerful name of Allah. Espacially, it refers to the personal, special and most potent name of Allah. The concept of Ism-e-Azam is based on the belief that Allah has 99 names.
Around the world many people do not read quarn in Arabic. They learn necessary dua in their local language. So, we are here to share this dua in many language like Bengali, English, Urdu, Hindi and Arabic.
isme azam dua bangla
To learn the Ism-e-Azam please read the following dua from below. In order to get success in life in islamic way you have to read Ism-e-Azam dua Bengali uccharon. You can download it from here and make it pdf.
কোরআন-সুন্নাহর আলোকে জানা যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারিমের উল্লেখিত ৪টি আয়াতে ইসমে আজম উল্লেখ করেছেন। আর এ সম্পর্কে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের উল্লেখিত মাসনুন দোয়াটিতেও ইসমে আজম আছে বলে জানিয়েছেন। (ওয়াল্লাহু আলাম)
সুতরাং মুমিন মুসলমান এ আয়াত ও দোয়াগুলো পড়ার মাধ্যমে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। দুনিয়া ও পরকালে কল্যাণে নিজেদের ধন্য করবেন।
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আস আলুকা, বিআন্নী আশহাদু আন্নাকা আংতাল্লাহ, লা-ইলাহা ইল্লা আংতাল আ’হাদুস সামাদ, আল্লাজী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহূ কুফুওয়ান আ’হাদ।
অর্থাৎ, হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার নিকট প্রার্থনা করছি। নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি, আপনিই আল্লাহ। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি একক, অমুখাপেক্ষী যিনি কাউকে জন্ম দেন নি, তার থেকে কেউ জন্ম নেন নি এবং তাঁর সমকক্ষ কেউ নেই।