Happiness quotes Bangla সুখ নিয়ে উক্তি, কবিতা, হাদিস, স্ট্যাটাস, কথা

Happiness quotes Bangla. Here are the best সুখ নিয়ে উক্তি, সুখ দুঃখ নিয়ে উক্তি, কবিতা, হাদিস, স্ট্যাটাস, কথা, রবীন্দ্রনাথের কবিতা. Famous happiness quotes and sayings to read that will inspire you and make you think that every second on your life. These true happiness quotes short quotes from the world’s wisest people to improve your mood.  There’s a strong relationship between quotes about happiness and love.  Check out these Inspiring sudden happiness quotes Bangla and let the world I am happy quotes.

Happiness quotes Bangla

যে সম্পদ কারো চোখে পড়ে না তা-ই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে

—- বেকন

যদি ভালোভাবে বাঁচতে চান তা হলে মনে রাখবেন-সমস্যাকে তুচ্ছজ্ঞান করতে হবে, আর্শীবাদকে গণ্য করতে হবে।

—- ডেল ক্যার্নেগি

মানুষের সুখ আর পরিশ্রম তার জীবন গড়ে তোলে

—- লিও টলষ্টয়

জীবনে দুটি দুঃখ আছে। একটি হল তোমার ইচ্ছা অপুর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পুর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা।

—- জর্জ বার্নার্ড শ

জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না

—- এরিস্টটল

পরিপূর্ণ আনন্দের সময় মানুষের মন ভিন্ন ভিন্ন দিকে ধায় না। একটা আনন্দ নিয়ে সে পড়ে থাকতে ভালবাসে

—- সৈয়দ মুজতবা আলী

সুন্দর থাকা একটি সুন্দর রাজ্যে বসবাস করার আনন্দের মতো

—- জন ওয়েসলে

ভালো কাজ সবসময় কর। বারবার কর। মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো। সদাচরণই স্বর্গসুখের পথ।

—- গৌতম বুদ্ধ

অবাধ্য যার স্ত্রী, জীবন তার দুর্বিষহ।

—- রবন্দ্রনাথ ঠাকুর

যে ব্যক্তি অন্যায় কাজ করে সে না পায় সুখ না না পায় শান্তি।

—- জুভেনাল

“ এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

“ হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!
ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল,
তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল
কারে দাও ডাক
হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

“আনন্দে আতঙ্কে নিশি নন্দনে উল্লাসে গরজিয়া
মত্ত হাহা রবে
ঝার সঞ্জীব বাধ উন্মাদিনী কালবৈশাখীর
নৃত্য হোক তবে । ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

“ তার পরে ফেলে দাও, চূর্ণ করো, যাহা ইচ্ছা তব–
ভগ্ন করো পাখা।
যেখানে নিক্ষেপ কর হৃত পত্র, চ্যুত পুষ্পদল,
ছিন্নভিন্ন শাখা,
ক্ষণিক খেলনা তব, দয়াহীন তব দস্যুতার
লুণ্ঠনাবশেষ,
সেথা মোরে ফেলে দিয়ো অনন্ততমিস্র সেই
বিস্মৃতির দেশ। ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

সুখ নিয়ে উক্তি

“ রুদ্রতপের সিদ্ধি এ কি ওই-যে তোমার বক্ষে দেখি,
ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে॥
নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো
তোমার রক্তনয়ন মেলে। ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

“ ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত
যেন হানবে অবহেলে।
হঠাৎ তোমার কণ্ঠে এ যে আশার ভাষা উঠল বেজে,
দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে॥ ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

“ রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥ ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

“ বৈশাখ হে, মৌনী তাপস, কোন্u200C অতলের বাণী
এমন কোথায় খুঁজে পেলে।
তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি
এল গভীর ছায়া ফেলে॥ ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

“ আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

“ ধূসরপাংশুল মাঠ, ধেনুগণ যায় ঊর্ধ্বমুখে,
ছুটে চলে চাষি।
ত্বরিতে নামায় পাল নদীপথে ত্রস্ত তরী যত
তীরপ্রান্তে আসি।
পশ্চিমে বিচ্ছিন্ন মেঘে সায়াহ্নের পিঙ্গল আভাস
রাঙাইছে আঁখি–
বিদ্যুৎ-বিদীর্ণ শূন্যে ঝাঁকে ঝাঁকে উড়ে চলে যায়
উৎকণ্ঠিত পাখি। ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

“ আনন্দে আতঙ্ক মিশি, ক্রন্দনে উল্লাসে গরজিয়া
মত্ত হাহারবে
ঝঞ্ঝার মঞ্জীর বাঁধি উন্মাদিনী কালবৈশাখীর
নৃত্য হোক তবে।
ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত-আঘাতে
উড়ে হোক ক্ষয়
ধূলিসম তৃণসম পুরাতন বৎসরের যত
নিষ্ফল সঞ্চয়। ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

“ শুধু দিনযাপনের শুধু প্রাণধারণের গ্লানি
শরমের ডালি,
নিশি নিশি রুদ্ধ ঘরে ক্ষুদ্রশিখা স্তিমিত দীপের
ধূমাঙ্কিত কালি,
লাভ-ক্ষতি-টানাটানি, অতি ক্ষুদ্র ভগ্ন-অংশ-ভাগ,
কলহ সংশয়–
সহে না সহে না আর জীবনেরে খণ্ড খণ্ড করি
দণ্ডে দণ্ডে ক্ষয়। ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

“ শুধু দিনযাপনের শুধু প্রাণধারণের গ্লানি
শরমের ডালি,
নিশি নিশি রুদ্ধ ঘরে ক্ষুদ্রশিখা স্তিমিত দীপের
ধূমাঙ্কিত কালি,
লাভ-ক্ষতি-টানাটানি, অতি ক্ষুদ্র ভগ্ন-অংশ-ভাগ,
কলহ সংশয়–
সহে না সহে না আর জীবনেরে খণ্ড খণ্ড করি
দণ্ডে দণ্ডে ক্ষয়। ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

true happiness quotes

“ তোমারে প্রণমি আমি, হে ভীষণ, সুস্নিগ্ধ শ্যামল,
অক্লান্ত অম্লান।
সদ্যোজাত মহাবীর, কী এনেছ করিয়া বহন
কিছু নাহি জান।
উড়েছে তোমার ধ্বজা মেঘরন্ধ্রচ্যুত তপনের
জলদর্চিরেখা–
করজোড়ে চেয়ে আছি উর্ধ্বমুখে, পড়িতে জানি না
কী তাহাতে লেখা। ”

—- রবীন্দ্রনাথ ঠাকুর

“ হাসি সবসময় সুখের কারণ বুঝায় না
মাঝে মাঝে এটা ও বুঝায় যে আপনি
কতটা বেদনা লুকাতে পারেন ”

—- হুমায়ূন আহমেদ

“ একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না | আপনি কখনই পারবেন না | কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে | আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় ”

—- হুমায়ূন আহমেদ

“ লাজুক ধরনের মানুষ বেশীর ভাগ সময়ই মনের কথা বলতে পারেনা। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধু মাত্র পাগলরাই। পাগলরা মনে হয় সেই কারণেই সুখী। ”

—- হুমায়ূন আহমেদ

“ কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না ”

—- কাজী নজরুল ইসলাম

“ চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মত অনুসরন করে। ”

—- গৌতম বুদ্ধ

“ আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় ”

—- উইলিয়াম শেক্সপিয়র

“ তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে ”

—- উইলিয়াম শেক্সপিয়র

সন্তুষ্টি ব্যাপারটা আমাদের নিজেদের উপরই নির্ভর করে।

—- এরিস্টটল

“ চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে ”

—- কৃষ্ণচন্দ্র মজুমদার

সুখ নিয়ে স্ট্যাটাস

“ নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায় ”

—- সমরেশ মজুমদার

মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি ।শাস্তির চেয়ে ক্ষমা মহৎ।

—- আব্রাহাম লিঙ্কন

দাম্পত্য জীবনে সুখি হতে চাও? তাহলে-পরস্পরকে অবিশ্বাস করবেনা আর ঘ্যানর ঘ্যানর করবে না।

—- ডেল কার্নেগী

সুখ ভবিষ্যতের জন্য রেখে দেয়ার বিষয় নয়। বরং এটি বর্তমানের জন্য।

—- জিম রন

About MICHAEL NOBLE

Creative Content Writer I am an experienced professional copywriter and author with years of experience in digital content curation, social media strategy implementation. My passion is to share stroies through the written word.

Check Also

Bangla islamic quotes

অহংকার, মৃত্যু, চরিত্র, নারী, গোপনীয়তা নিয়ে ইসলামিক উক্তি

Inspirational Islamic quotes Bangla. Islamic Quotes with Pictures that talks about ছোট ছোট ইসলামিক উক্তি, অহংকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *