Good Night SMS Bangla

Good night SMS Bangla for lover, boyfriend, husband, wife, girlfriend, friend, sister, and brother. Send good night wishes messages to your loved one. SMS might be short but it tells a thousand words. So, if you have a Girlfriend then choose a good night message for her to make her happy. Here is the collection of the Bengali good night message. Good Night Wishes for শুভ রাত্রি সুন্দর ছবি, নিশি রাতের মেসেজ, শুভেচ্ছা বার্তা, লেখা ছবি, ফুলের ছবি.

A sweet romantic good night Shayari Bengali from you tell her of the depth of your love to her. Read below to find unique and romantic good night messages for her.

Sms is a great way to show your love affection deep feelings about them. If you re staying in long-distance then this long-distance shiva Ratri Bangla sms is the right way to wish her.

Good Night SMS Bangla

There are a number of ways, you can wish her gd night sms. You can use these sms as good night status Bangla for Facebook. We have gathered Good Night Quotes with inspirational sms quotes so that you can share it on FB.

যদি চাদে না থাকে কলঙ্ক
মনে যদি না থাকে বেথা
তোমার বাড়ি যদি হতো কাছে
আমি রোজ বলতে আসতাম একটা কথা
গুড নাইট

রাতে এক লোক কে মসা কামড়াচ্ছে
লোকটা বিষ খেয়ে বললো
রক্তে বিষ মিশে গেছে, এবার কামড়া
তুমি কিন্তু এটা করো না
গুড নাইট

আজ রাত তুমি ঝাল ঝাল স্বপ্ন দেখো
কারো রোজ মিষ্টি
শরিরের জন্য ভালো নয়
শুভ রাত

মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি
মিটি মিটি আলো দেয় জোনাকি
তোমাদের কে জানাই
শুভরাত্রি

দেখা হয়নি হবে না কভু
জতদিন বেঁছে থাকি
তুমি স্বপ্ন হয়ে রবে
দুঃখের মাঝামাঝি নির্ঘুম রাতে
শুভরাত্রি

এই তোমার জন্য একটা
গিফট আছে, তুমি কি নেবে ?
ওকে দিচ্ছি ! কিন্তু আগে তুমি ঘুমাও
কারন আমার গিফট টা হলো স্বপ্ন

রাত শুধু আধার নয়
একটু খানি আলো
রাত শুধু খারাপ নয়
স্বপ্ন গুলো ভালো
তাই ঘুমিয়ে পর
ভাল থেক
শুভ রাত্রি

জোনাকি হল রাতের বাতি
স্বপ্ন নাকি ঘুমের সাথি
মন হল মায়াবী পাখি
ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি
তাই জানাই তোমাদের
শুভ রাত্রি

নিরব নিস্তব্ধ এই রাতে
আমি জেগে আছি ঐ
জোনাকি পোকার সাথে
দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ
এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত
শুভ রাত্রি

শুভ রাত্রি সুন্দর ছবি

রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালবাসা
রাত মানে চোখটি বুজে স্রিতির মোড়ক খোলা
রাত মানে তোমাদের আমার শুভ রাত্রি বলা

নিরব রাতে ঘুম পরীরা হাসছে
মিটি মিটি, মনে রেখ আমার
এই বন্ধুত্বের চিঠি। বন্ধু তোমায়
দেখতে আমার মনটা দিল পাড়ি
এবার তবে ঘুমিয়ে পর।
না ঘুমালে আড়ি শুভ রাত্রি

রাত বলেছে সে তোমাকে
ভিষন ভালো বাসে। তুমি স্বপ্ন
দেখবে বলে, দিনের শেষে আসে
ঘুম পাড়াবে বলে তোমার, মাথায়
বুলায় হাত। এবার তবে ঘুমিয়ে
পড়, জানাই শুভ রাত্রি।

দিন গেল ফুরিয়ে, রাত এসেছে
দাঁড়িয়ে। পড়াশোনা ছেড়ে চলো
ঘুমিয়ে পড়ি এখন, সপ্ন যেন
দেখতে পাই মনের মতন। শুভ রাত্রি

তোমার চোখ বন্ধ কর
আপনার মন মনোনিবেশ and
কিছু সম্পর্কে ঈশ্বরের কাছে প্রার্থনা
আপনি সবচেয়ে চান যে
আল্লাহ আপনার প্রার্থনা পূর্ণ করা আবশ্যক
আপনার ঘুম ভাল হোক
শুভ রাত্রি

নিরব নিস্তব্ধ এই রাতে
আমি জেগে আছি ঐ
জোনাকি পোকার সাথে
দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ
এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত
শুভ রাত্রি

আমার কথা না ভেবেই
তুমি ঘুমিয়ে পড়বে
এটা হতে পারে না
ঘুমাতে গেলে আমার কথা তোমার মনে পর্বেই
তোমার মন কে তুমি বাধা দিতে পারবে না
এটাই হল ভালবাসা
শুভ রাত্রি

যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে
কালো হয়ে যায়
তবুও তুমি রঙ্গিন থাকবে
কারন চোখ বন্ধ করলেই
তোমায় রাজ কন্যার মত দেখি
শুভ রাত্রি

আজকের এই উত্তাল রাতে
আকাশের পানে তাকিয়ে
চাঁদের সৌন্দর্য দেখে
মন কে শান্ত রাখার চেষ্টা করে
তোমাদের সকলকে জানাই
শুভ রাত্রি

ভোরের আলো উঠবে
ফোটে রাতের অবসানে
তোমায় আবার জাগতে
হবে নতুন আলোর টানে
নতুন দিনে চলতে
হবে নতুন পথের যাত্রী
ক্লান্ত ক্ষনে তাইত জানাই এবার
শুভ রাত্রী

রাত মানে গভীর নেশা
স্বপ্ন দেখার আশা
রাত মানে লুকিয়ে থাকা
উষ্ণ ভালবাসা
রাত মানে চোখটি বুজে
সৃতির মোড়ক খোলা
রাত মানে তোমাদের আমার
শুভ রাত্রি বলা

নিশি রাতের মেসেজ

কিছু মানুষ ভালোবাসে
কিছু মানুষ স্বপ্ন বাধে
কিছু মানুষ আধার রাতে
চাঁদের সাথে কথা বলে
কিছু মানুষ দুঃখ পোষে
কিছু মানুষ কষ্ট খোঁজে
কিছু মানুষ জোছনা রাতে
একাকী হয়ে চোখের জল ফেলে
শুভ রাত্রি

Twinkle Twinkle লিটিল
স্টার সময় হলো ঘুমাও
এবার মশার সাথে করো
ফাইট আজকের মতো
Good night

যখন মানুষের মন খারাপ থাকে ?
ঘুম ও তখন আসতে চায় না
ঘুম ও তখন স্বার্থপর হয়ে যায় ?
তুমি ঘুমিয়ে গেছো ?
সুন্দর একটা স্বপ্ন আসুক
তোমার ঘুমে ! শুভ রাত্রি

আকাশ জুড়ে তারার মেলা
আর চাঁদের খেলায় ভুলা মন
মন চাইছে খুশি থাকুক
আমার আপনজন
নীল রঙ্গের আকাশ এখন
দেখা যাচ্ছে কালো
আমি আছি বিন্দাস আর
তোমরাও থেক ভালো
শুভ_রাত্রী

নিরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি
মনে রেখ আমার এই বন্ধুত্বের চিঠি
বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিল পাড়ি
এবার তবে ঘুমিয়ে পর না ঘুমালে আড়ি
শুভ রাত্রি

 

These suvo ratri sms in Bengali will not only help you how much you love her but also help you set your good night mood

Shuvo Ratri sms

Discover ideas about romantic shuvo Ratri sms in the Bengali language. The most beautiful Good Night wishes pic will found here. 

You May Also Like

About the Author: Amin Rohul

Creative Content Writer I am an experienced professional copywriter and author with years of experience in digital content curation, social media strategy implementation. My passion is to share stroies through the written word.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *