বৃষ্টি দিনের ছবি, কবিতা, গান, ষ্ট্যাটাস, ছন্দ, উক্তি, এসএমএস, গল্প

Bristir diner sms Bangla. Check out the best list of Rainy Day caption in Bengali, bristi niye kichu kotha, brishti niye Bangla kobita. Enjoy our rainy day quotes bristi veja sokal kobita, bristi veja kobita, romantic rainy day quotes in Bengali. These rain quotes are just the perfect treat for those who love a rainy day. Discover and share Funny Rain Quotes বৃষ্টি দিনের ছবি, কবিতা, গান, ষ্ট্যাটাস, ছন্দ, উক্তি, এসএমএস, গল্প. Check out our Bangla rainy day quotes selection for the very best in unique for your boyfriend, girlfriend, husband, wife, friend, Facebook.

Bristir diner sms bangla

উদাস হয়ে তাকিয়ে……..দেখি দুরে
কেন রে বৃষ্টি পাগল করিছ মোরে…….

দুরে ডোবায় ভেসে থাকা কচুরিপানায়
বৃষ্টির আলতো ছোঁয়ায় ভরে উঠছে যেন সবুজের সজিবতায়,

এখানে এই শহরে
বৃষ্টির শব্দ কানে আসে না
কখন আসে কখন যায়
মনে যে থাকে না ।

কথাগুলো শুনে খিলখিলিয়ে যেন
হেসে উঠেছিল পাশের ফুলবাগানের ফুল
আন্দন্দে আত্মহারা হয়ে দুলে দুলে
বলেছিল যেন, আর করো নাক কোন ভুল..

কষ্টের মেঘগুলো
বৃষ্টি হয়ে ঝরে এই শহরে
সবুজ পাতার হলুদবর্ণ
দেয় যে নিমিষে সরিয়ে ।

গোলাপের পাপড়ীগুলো ছিঁড়ে ছিঁড়ে
ভাসিয়ে দেই জলে
স্মৃতিগুলো কেন আজ বারবার
নাড়া দেয় পলে পলে…….

গ্রামের বাদলা দিনের দিনগুলোয়
চাল ভাজা আর নারকেল
শহরের মানুষগুলো পায় না যে এর স্বাদ
কেমন যেন সব বেআক্কেল….

ঝুম বৃষ্টি
যেন রিনিঝিনি নুপুরের ধ্বনি
মন পাগল করা অপরূপ সৃষ্টি ।
উদাস হয়ে শুধুই তাকিয়ে থাকা
ভেতরটা আজ কেন এত লাগে ফাঁকা?

যান্ত্রিক শহরে
বৃষ্টির ছায়া কারো উপর পড়ে না
কাজে কামে ব্যস্ত সবে
বৃষ্টির রোমান্টিকতা মনে যে আসে না

টিনের চাল গড়িয়ে টুপটাপ টুপটাপ বৃষ্টির ফোঁটা
বাড়িয়ে দিয়ে হাত…. লাগাই ছোঁয়া…..
শীতল পরশে………..অনুভূতিতে
স্মৃতিতে আজ সব কিছু্ই লাগে যেন ধোঁয়া ধোঁয়া….

তুমিহীন আজ আমি একা পথে হাটি
পায়ের নিচে আজ খালি ভেজা মাটি ….

নীল আকাশে মেঘের বাতাসে
আকাশপটে কত যে স্বপ্নআঁকা
রঙধনু রঙে আকাশে দেখি
নীল রং হাসে ঠোঁট করে বাঁকা

বৃষ্টি ভেজা দিনে
বৃষ্টি ভেজা কিরণ
নিত্য নতুন আনন্দে
তাকেই করি বরণ ।

ভাল আছি ভাল আছি
সখা তুমি বিনে………….
কাছে থেকোনা দুরে যাও চলে
শুধু অনুভবে থাকো শুধু অন্তরে থাকো
ফোটা ফোটা বৃষ্টি হয়ে মিশে যাও জলে……
ভাল আছি ভাল আছি
সখা তুমি বিনে…….

মেঘ গুড় গুড় মেঘলা দিনে
কালো মেঘের সাজ
গুড়ুম গুড়ুম শব্দে
খালি পড়ে ভাজ ।

বৃষ্টি দিনের এসএমএস

মেঘের খেয়ার ভেসে যাব
অচিনপুরের দেশে
দেশা দেশান্তরে বেড়াব ঘুরে
রাজকন্যার বেশে ।

মেঘলা দিনের ঠান্ডা হাওয়া
রিমঝিম বৃষ্টির বেলা
মনে পড়ে যায় সেই দিনগুলি
শৈশবে বৃষ্টি নিয়ে খেলা |

রিমঝিম রিমঝিম এই বাদল দিনে
তুমি ছাড়া কিছুতে কেন মন লাগে না ।।
ঝিরঝির হাওয়া চঞ্চল মেঘে মন চায়
মন চায় তোমাকে নিতে চিনে

 

You May Also Like

About the Author: Amin Rohul

Creative Content Writer I am an experienced professional copywriter and author with years of experience in digital content curation, social media strategy implementation. My passion is to share stroies through the written word.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *