Best Birthday wishes in the Bengali language. What should I gift to my girlfriend on her birthday? Send the best happy birthday Bengali sms on their inbox like Facebook, Mobile. Send unique and emotional Bangla birthday wish for your brother, sister, girlfriend, husband, son, wife, boyfriend, and friend. So, What is the best message for a birthday? Here you will get a special one and personalize birthday status Bengali.
Birthday wishes in Bengali language
রাতের ঐ আকাশ দিয়ে।আকাশের এক তারা দিয়, চাদের ঐ জোৎস্না দিয়ে তোমাকে জানাই শুভ জন্মদিন
আজকের এই বিশেষ শুভক্ষণের শুভ জন্মদিনে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছাসহ অভিনন্দন গ্রহণ করুন! আর এরই সাথে সাথে আগামী দিনগুলো সুখী সমৃদ্ধ হোক এই কামনায়; আরও একবার!
আজ তোমার একুশতম জন্মদিন। প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব করতে যেও না আজ, বহু বছরের প্রাপ্তি অর্থহীন মনে হতে পারে প্রিয় মানুষের হারিয়ে যাওয়ায়, বহু বছরের অপ্রাপ্তি ভুলিয়ে দিতে পারে প্রিয়মুখের এক চিলতে হাসি। শুভ জন্মদিন
শুভ জন্মদিন বন্ধু, আজকের এই দিনে ভাবো, তোমার বেড়ে ওঠার কথা, তোমার ভবিষ্যতের কথা, তোমার স্বপ্ন এবং দায়িত্বের কথা! সুখি হও 🙂
শুভ হোক আপনার পথ চলা। পায়ের ছাপ গুলো ভালো করে রেখে যাবেন কারন আপনার পেছনে অনেকেই হাটছে। শুভ জন্মদিন!
আনন্দ উচ্ছাসে কাটে যেন তোমার প্রতিটি দিন,
আবারও শভেচ্ছা জানাই তোমায়, শুভ জন্মদিন!
বিধাতার সুখের নীড়ে হোক তোমার বসবাস, স্বপ্নগুলো সত্যি হয়ে কেটে যাক ১২ মাস, ইচ্ছে গুলো ডানা মেলুক প্রজাপতির মতো, মুছে যাক তোমার জীবনে দুঃখ আছে যত!!!
শুভ জন্মদিন বন্ধু দোয়া করি তুমি সারা জীবন এইভাবে সুখে ও শান্তিতে কাটাতে পারো।
আনন্দ আর হাসিমাখা মুখ নিয়ে বেচে থাকো, তোমার একশ তম জন্মদিনেও একই ভাবে বলতে চাই ‘শুভ জন্মদিন’!
May your this birthday be filled with many happy hours and your life be filled with many happy birthdays.
Happy Birthday!
শুভ জন্মদিন, সামনের সময়গুলো যেন আরো উজ্জ্বল হয় সফল কর্মের মাধ্যমে সেই কামনা।
আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি !
শুভ জন্মদিন
তুমি এইদিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
শুভ জন্মদিন বন্ধু স্ট্যাটাস
তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয়সে প্রলাম ।
আলোকিত হয়ে নিজে তুমি
আলোকিত কর পৃথিবীকে।
শুভ জন্মদিন!
আরো একটি বছর করলে তুমি পার,
সুস্থ থেকো, ভালো থেকো
এই কামনা করি বার বার,
শুভ জন্মদিন!
রাত যায় দিন আসে,
মাস যায় বছর আসে,
সবাই থাকে একটা সুদিনের আশায়,
আমি থাকি তোমার জন্মদিনের আশায়।
ট্রিট দাও, শুভেচ্ছা নাও!
নতুন দিন নতুন সকাল নতুন করে শুরু,
যা হয় না যেন শেষ……
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম এই SMS
*** Happy Birthday ***
তোমার জন্যে প্রার্থনা করি ১২ মাস আনন্দে ৫২ সপ্তাহ খুসি, ৩৬৫ দিন সাফল্যে ৮৭৬০ ঘন্টা সুস্বাস্থ্যে আর ৫২৬০০ মিনিট সৌভাগ্যে কাটে। শুভ জন্মদিন!
আজকের এই বিশেষ দিনে হয়ে ওঠো আরো নবীন, ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন!
A ফর আমি B ফর বলতে C ফর চাই D ফর দারুণ E ফর একটা F ফর ফাটাফাটি G ফর গোপন কথা : : : H ফর হ্যাপি বার্থডে !
অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও… মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন….
অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো… শুভ জন্মদিন..
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন…
আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন…. ‘শুভ জন্মদিন’
আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি… কারন এই স্পেশিয়াল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে…… শুভ জন্মদিন……
শুভ জন্মদিন বন্ধু মেসেজ
আজকের এই রাত-তোমার জন্য দেখে আনুক সুখময় নতুন এক প্রভাত, আজকের এই দিন-তোমার জন্য হোক কষ্টহীন, আজকের এই সময়-টা সুধু তোমার জন্য আর তো কারো নয়..জানায় শুভ জন্মদিন- তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন.. শুভ জন্মদিন!
আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে , আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে। জীবনে আরো উন্নতি ,সৌভাগ্য ,ঐশ্বর্য আসুক এই কামনাই করি। শুভ জন্মদিন 🙂
আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া …জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ!..শুভ জন্মদিন ..
আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি ! কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে, যার মতো ভালো বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি। শুভ জন্মদিন !
আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজ ও আছি তোমার জন্মদিনের সাথী ! হ্যাপি বার্থডে !
আশা করি যে , হাসি ,আনন্দ, সৌভাগ্য এই বছরটায় সর্বদা তোমার সাথে থাকে ! তোমাকে জানাই জন্মদিনের অনেক প্রীতি -শুভেচ্ছা- অভিনন্দন 🙂
আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে, তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।।
What is a unique way to wish someone a happy birthday? It is very hard to find the perfect birthday wish for a lover in Bengali. Before sending birthday text you have to choose jonmodin niye kichu kotha. Think about what you want to write on the birthday card. It is a yearly special day.